মাওলানা তারিক জামিলের অমূল্য কয়েকটি খাছ নসিহত




জগতখ্যাত দা'য়ী,মুবাল্লীগে ইসলাম মাওলানা তারিক জামিল হাফিজাল্লাহুর অমূল্য কয়েকটি খাছ নসিহত

মাওলানা তারিক জামিলের অমূল্য কয়েকটি খাছ নসিহত


তিনদিন হযরতের সোহবতে থাকা অবস্থায় একবার আমাকে বললেন, মাওলানা-চার জায়গাতে ৪জিনিসের হেফাজত করা খুবই জরুরী,

১.মজলিসে জবানের,

২.বাজারে চোখের,

৩.দস্তারখানায় পেটের,

৪. নামাজে দেমাগের।

আমি চমকে উঠলাম এসব ব্যপারে আমার কতো কমি । তিনি যেন আমার রোগের চিকিৎসা দিচ্ছিলেন।



আরো বললেন, ৪টি জিনিস যা খুবই সর্তকতার সাথে সর্বাবস্হায় হেফাজত করা ফরজ,

১.চোখের হেফাজত,

২.জবানের হেফাজত,

৩.কানের হেফাজত,

৪. দ্বীলের হেফাজত (শিরিক থেকে পাক রাখা)



একবার বললেন, আমার শায়েখ হযরতজী হাজী ছাহেব দাঃবাঃ বলেছেন , দৈনিক ৪টি কাজ অবশ্যই করা চাই,

১. প্রতিদিন তেলাওয়াত,

২. প্রতিদিন দাওয়াতের মেহনত,

৩.দৈনিক লম্বা সময় প্রাণ ভরে দোয়া করা।

৪.শেষ রাতে তাহাজ্জুদের এহতেমাম করা।



অন্য আরেক সময় বললেন, মাওলানা ৪টি কাজের এহতেমাম ছাড়া কখনো বুযুর্গি লাভ করা সম্ভব নয়,

১.তাকবিরে উলা,

২. মেসওয়াক,

৩.নফলিয়াতের এহতেমাম,

৪.সকাল বিকাল তিন তাছবিহ আদায়।



আমি আরো কিছু নসিহত শুনার আগ্রহ প্রকাশ করলে বললেন , বেটা ৪টি কারনে দ্বীনের উপর চলা সম্ভব হয়না ,

১.বিলাসিতা,

২.গাফলাতি,

৩.লৌকিকতা,

৪.সেচ্চাচারিতা



উলামাদের খাছ এক মজলিসে বললেন, চারটি জজবার কুরবানী না হলে দ্বীনের হাকীকত কখনো আসবে না,

১.আরামের জজবা,

২.মালের জজবা,

৩.বড়ত্বের জজবা,

৪.খাহেশাতের জজবা।



বললেন, প্রত্যেক ঈমান ওয়ালার ৪টি কাজ জরুরী,

১.ঈমানকে শিখা -দাওয়াতের দ্বারা,

২.ঈমানকে পাকানো-কষ্ট মুজাহাদার দ্বারা

৩.ঈমানকে বাঁচানো- আখলাকের দ্বারা,

৪.ঈমানকে ছড়ানো-হিজরতের দ্বারা।



তিনি আরো বললেন, যখন পরস্পরে বিবেদ তৈরি হবে তখন আর কোন আমলই আসমানে উঠবে না । তাই পারস্পারিক মহব্বত আর ঐক্য প্রত্যেক মুমিনের জন্য জরুরী। ইস্তেমায়িতের জন্য চারটি কাজ করতে হবে।

১.বিনয়,ধৈর্য ও ক্ষমা করা,

২.পরামর্শ করে কাজ করা,

৩.অর্থ ও স্বার্থের চিন্তা বাদ দিতে হবে।

৪.ব্যক্তিত্ব, হছদ ও অহংকার ত্যগ করা।



বিদায় বেলা আমাকে সর্বশেষে দুটি নসিহত করলেন, তার মধ্যে ১টি হলো, দ্বীনের যাবতীয় কাজে ৪টি বিষয়কে অবশ্যই একত্রে রাখতে হবে, দাওয়াত, তালিম, জিকির ও জেহাদ।

১.দাওয়াতঃ তালিম, জিকির, জেহাদ ছাড়া ক্যনভাসার।

২.তালিমঃ জিকির, জিহাদ ও দাওয়াত ছাড়া গ্রীজার পার্দ্রী।

৩.জিকির(তাযকীয়া) : দাওয়াত, তালিম,

আল্লাহ তালা আমাদের সকলকে এখলাছের সহিত উক্ত আমল গুলি করার তওফিক দান করুন।

 আমিন।




লেখকঃ ফেরদৌস ভূঁইয়া (সাইপান,আমেরিকা )
ছবিঃ ইন্টারনেট
লেখা সংগ্রহঃ http://suprovatsydney.com.au/-p2314-110.htm


This articale is about Maulana Tarik Jamil's important advise.




No comments

Powered by Blogger.