যখন আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। Tariq Jamil Bangla Boyan- বাংলা বয়ান






এক সাহাবী আসলেন,“ইয়া রাসূলুল্লাহ (সাঃ) আমি জিনা করে ফেলেছি,
আমাকে শাস্তি প্রদান করুন, পাথর মেরে মেরে আমাকে কতল করুন"
সে মুখ দিয়ে বলছে কিন্তু রাসূল (সা:) তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
রাসূলুল্লাহ (সা:) বলছেন,“যাও, যাও তুমি এমনটা করোনি, সে আবার ও বলছে “আমি এটা করেছি”।
মুখ ঘুরিয়ে রাসূলুল্লাহ (সা:), “যাও, যাও তুমি এটা করোনি”। লোকটি জবাবে বলছে, “আমি এটা করেছি”।
যাও, যাও তুমি এটা করোনি”। লোকটা আবার বলছে “আমি এটা করেছি” লোকটি এভাবে ৪ বার বলল।

যদি চার জন সাক্ষী থাকে অথবা কেউ যদি নিজ থেকে চার বার সাক্ষ্য দেয় (তাহলে এটাই প্রমাণের জন্য যথেষ্ট)
রাসূলুল্লাহ (সা:) তাকে বাঁচাতে চাচ্ছিলেন, তিনি বললেন,“লোকটি কি মাতাল”?
যদি কোন একজনও সাক্ষী দিত লোকটি নেশাগ্রস্ত তাহলে রাসূলুল্লাহ (সা:) তাকে উঠিয়ে দিতেন।
তারা বলল “না, না এই লোকটি মাতাল নয়”। ওহ, এটাও নয়?
রাসূলুল্লাহ (সা:) অন্য কোন উপায়ে তাকে বাঁচানোর জন্য জিজ্ঞেস করলেন, এই লোকটি কি পাগল?
যদি কোন একজনও সাক্ষী দিত লোকটি পাগল তাহলে রাসূলুল্লাহ (সা:) তাকে উঠিয়ে দিতেন।
জবাব আসলো, “সে পাগল নয়”।
রাসূলুল্লাহ (সা:) বললেন “যাও, আল্লাহতাআলার হুকুমকে পুরা করো”।

সে (গুনাহগার লোকটি) আবুবক্কর(রাঃ)- এর কাছে গেলেন এবং বললেন, “আমি গুনাহ করে ফেলেছি, আবুবক্কর (রাঃ)- বললেন, “তওবা করো এবং চুপ থাকো”।

কিন্তু লোকটি সন্তুষ্ট হলোনা, সে হযরত আবু ওমর (রাঃ)-এর কাছে গেলেন এবং বললেন, “আমি গুনাহ করে ফেলেছি”। ওমর (রাঃ) বললেন, “তওবা করো এবং চুপ থাকো”।

লোকটি তবুও অসন্তুষ্ট থাকলো।
তখন লোকটি সাবিত বিন হাজ্জাল (রা)- এর কাছে গেলেন, সাবিত বিন হাজ্জাল (রা)- তাকে রাসূল(সাঃ)- এর কাছে যেতে বললেন।
অবশেষে শাস্তি যখন নির্ধারিত হয়ে গেছে।
তখন রাসূল (সাঃ)তাকে ধমক দিয়ে বললেন, “তাকে আমার কাছে না পাঠালে পারতে” (সাবিত বিন হাজ্জাল কে বলছেন)।

আরেকবার যখন একজন চোরের হাত কাটা গেল তখন রাসূল (সাঃ) কাঁদতে শুরু করলেন।
এমন কোন কি দয়ালু ব্যক্তি আছে আমাকে দেখাও।

কার বিরুদ্ধে যাচ্ছ?  কার অবাধ্য হয়ে চলছো?
আমিতো দ্বীন শিখতে চেয়েছিলাম কিন্তু, আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন।
আমি কোন চোর ডাকাত হবার জন্য যাচ্ছিলাম না।
কিন্তু নিজের ইচ্ছা যদি বাবা-মার ইচ্ছার সাথে সাংঘর্ষিক হয়, তবে তারাও তোমাকে ত্যাজ্য করবে।

২৩শে নভেম্বর শনিবার ১৯৭২সালে সকাল ৯টা বাজে, আমার স্পষ্ট মনে আছে (হৃদয়ে খোদাই করা আছে।)
১৮ বছর বয়সে, বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন।
চলে যাও, যদি তুমি একজন মাওলানা হতে চাও তবে আমার ঘর থেকে বের হয়ে যাও।
যদি আমার নবী কিয়ামতের দিন আমাকে বলেন, “আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও।
জিনা করে এসেছ, সুদের ব্যবসা করে এসেছ, মদের দোকান চালিয়েছ, মিথ্যা এবং ধোঁকাবাজি ব্যবসা করে এসেছ, চলে যাও! না না না।
প্রত্যেক নবী হযরত আদম (আঃ) থেকে শুরু করে ঈসা (আঃ) বলবেন, ইয়া রাব্বে নাফসি নাফসি, ইয়া রাব্বে নাফসি নাফসি, ইয়া রাব্বে নাফসি নাফসি।
ইয়া আল্লাহ আমার জান বাঁচান।
ইব্রাহিম (আঃ) বলবেন, “আমি অন্য কারো কথা জিজ্ঞেস করবোনা, আমাকে বাঁচান”।

ঈসা (আঃ) বলবেন, “হে আল্লাহ আমি আমার মা মরিয়ম এর কথাও জিজ্ঞেস করবোনা, আমাকে বাঁচান”।
তখন সাধারণ মানুষের কি অবস্থা হবে? নাফসি, নাফসি, নাফসি!

তখন একটা আওয়াজ শোনা যাবে, “ইয়া রাব্বে উম্মতি, উম্মতি”।
তখন একটা আওয়াজ শোনা যাবে, “ইয়া রাব্বে উম্মতি, উম্মতি”।

এটাকে?  এটাকে?  যে উম্মত উম্মত বলছে?
এমন দিনে কোন মা জিজ্ঞেস করছেনা, কোন নবী জিজ্ঞেস করছেনা, কিন্তু এটা কে?    

তখন তারা কি দেখবে? আপনার আমার নবী,
সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)- দুই হাত তুলে, নত হয়ে এবং চোখের পানি ছেড়ে দিয়ে বলছেনঃ- ইয়াআল্লাহ, আমার উম্মত
ইয়াআল্লাহ, আমার উম্মত,  ইয়াআল্লাহ, আমার উম্মত।
কোন উম্মত?  জুনায়েদ বাগদাদীর মত?
না, না, আমার আপনার মত, গুনাহগার
যে সারা জীবন নবী (সাঃ)- এর অবাধ্য হয়ে চলেছে ।
তাদের জন্য চোখের পানি ঝরছে। “আমার উম্মত”।
ও আমার ভাইয়েরা,  চলুন সবাই অন্তত কুকুরের মতো এতটুকু বিশ্বস্ত তো হয়ে যাই,
যে মালিকের রুটি খায় কিন্তু কখনও তাকে ছেড়ে যায়না।

অনুবাদকঃ মাওলানা তারিক জামিল বাংলা টিম (Maulana Tariq Jamil Bangla Team)

➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧➧

আমার চেষ্টা করেছি সহজ ভাষায় অনুবাদ করতে। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করবেন। সর্বোপরি আমাদের টিমের জন্য দুআ করবেন। ওয়েবসাইট এর কাজ চলছে। এখানে শায়ক সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে পাবেন।
                                   ---------------------------
Website:     www.tariqjamilbangla.blogspot.com
Facebook:  www.facebook.com/TariqJamilBangla
Twitter:      www.twitter.com/TariqJamilBD
Linkedin:   www.linkedin.com/company/tariqjamilbangla
Pinterest:    www.pinterest.com/tariqjamilbangla
Email:        TariqJamilBangla@gmail.com





No comments

Powered by Blogger.